জামালপুরে পতিতাপল্লীতে অভিযান, হামলা-ভাঙচুর

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে রাণীগঞ্জ পতিতাপল্লীতে মাদকবিরোধী অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, যৌনকর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন যৌনকর্মী ও পুলিশ প্রশাসন।

এসময় হালিম ও আলম নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। আলমের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হালিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয় আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও আনসার বাহিনী নিয়ে নির্বাহী হাকিম আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে ঘটেছে এ ঘটনা।

যৌনকর্মীদের দাবি, ‘তল্লাশির নামে বেধড়ক মারধর করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় সাত রাউন্ড ফাঁকা গুলি করা হয়।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি, ‘যৌনকর্মীরা মাদকবিরোধী অভিযানে হামলা ও পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। তবে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ূন কবীর ভূঁইয়া বলেন, ‘পতিতারা ইট-পাটকেল নিক্ষেপ করে একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে।’

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবু আব্দুল্লাহ খান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে হালিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অভিযান চলাকালে কোনো গুলির ঘটনা ঘটেনি।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)