খুলনায় অবৈধ ক্লিনিক মালিকের কারাদণ্ড

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

খুলনা নগরীর শামছুর রহমান রোডে ‘রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’র মালিকসহ দুজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার বিকালে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মেজবাহ উদ্দীন ও মিজানুর রহমান এ অভিযান চালান।

ক্লিনিকের মালিক কল্যাণ সরকারকে সাত দিন ও কেয়ারটেকার অরূপ কুমার সরকারকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী হাকিম মিজানুর রহমান জানান, ২০১৭ সালে এই ক্লিনিকটির লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়েছে। চিকিৎসাসেবা প্রদানের জন্য যেসব সাপোর্ট দরকার, তা এখানে নেই। তাছাড়া চিক্সিক, নার্স নেই। দুজন আয়া দিয়ে সব কাজ চালায় এখানে। ক্লিনিকের মালিক কল্যাণ সরকার অষ্টম শ্রেণি পাস। কিন্তু তিনি নিজে প্যাথলজির প্রধানের কাজ করছেন। তিনি এসব অপরাধ স্বীকার করায় কারাদণ্ডসহ ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)