ইবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ছাত্রলীগের জুনিয়র কর্তৃক সিনিয়র কর্মীকে মারধরের ঘটনায় গত শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হিমেল চাকমা গুরুতর আহত হন। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম অনুকে আহ্বায়ক এবং আইন বিভাগের শিক্ষক মাহবুব বিন শাহজাহান, সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :