বগুড়ায় কনস্টেবল লাঞ্ছিত, দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সহযোগীদের বিরেুদ্ধে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় পুলিশ যুবলীগের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে দুলাল মহন্ত পলাতক রয়েছেন।

রাত ৯টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুল মতিন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল মহন্ত মাতাল অবস্থায় তার সহযোগীদের সাথে নিয়ে কনস্টেটেবল আব্দুল মতিনকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মতিনকে উদ্ধার করে। এ সময় দুলাল মহন্ত পালিয়ে গেলেও পুলিশ সুমন ও প্রশান্ত নামে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে। রাতেই পুলিশ দুলাল মহন্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, এ ঘটনায় ভাইস-চেয়ারম্যান দুলাল মহন্তসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :