টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল আনসার ক্যাম্প রোড এলাকায় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এলে পুলিশ বাধা দেয়। এরপর প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করে তারা।

সভায় বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার কি খালেদা জিয়াকে দেখে ভয় পায়? তা নাহলে কেন খালেদাকে মুক্তি দেয়া হয় না। নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির মিয়া, আলমগীর হোসেন, মিজানুর রহমান সাজু, উজ্জ্বল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, প্রচার সম্পাদক সৈয়দ জনি, সহ-প্রচার সম্পাদক ইউসুফ খান, ক্রীড়া সম্পাদক রেজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)