বইমেলায় হক ফারুক আহমেদের দুইটি বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭

বইমেলায় এসেছে তরুণ লেখক হক ফারুক আহমেদের দুইটি বই। পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশ করেছে তার প্রথম গল্পগ্রন্থ 'শহরে দেবশিশু'।

অন্যপ্রকাশ থেকে এসেছে লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘদরিয়ার মাঝি'।

শহরে দেবশিশু গল্পগ্রন্থে স্থান পেয়েছে সাতটি গল্প। গল্পগুলো গ্রামীন ও শহরে প্রেক্ষাপটে লেখা।

মেঘদরিয়ার মাঝি কাব্যগ্রন্থে স্থান পেয়েছে ৭২টি কবিতা। প্রেমময় শব্দ ও কাল্পনিকতার আশ্রয়ে প্রকৃতি ও প্রেমের কবিতা লিখেছেন তিনি।

২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশ হয় তার প্রথম কাব্যগ্রন্থ বই ‘নিঃসঙ্গতার পাখিরা’। অমর একুশে গ্রন্থমেলায় অন্যতম আলোচিত এই কাব্যগ্রন্থটি অর্জন করে নেয় ‘সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’।

একই বছর অমর একুশে গ্রন্থমেলায় বাংলানামা থেকে প্রকাশ হয় তার প্রবন্ধের বই ‘ধীমান কথন’।

হক ফারুক আহমেদ পেশায় সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। জন্ম ১৯৮১ সালের ২৭ মার্চ লক্ষ্মীপুর জেলার বিরাহিমপুর গ্রামে নানাবাড়িতে। বাবা ছায়েদুল হক ও মা শাহীন আরা বেগম। ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। বোন কাবা কাওসাইন ও ভাই হক ইকবাল আহমেদ। স্ত্রী মেহেরী হাসান। তিন সন্তান মায়ান, ফারিন ও ছোটন।

(ঢাকাটাইমস/ ২৫ ফেব্রুয়ারি/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :