টানা ১৮ জয়ে ইতিহাস গড়ল লিভারপুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠ এনফিল্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। খেলার ৬৭তম মিনিটেও ১-২ গোলের ব্যবধানে পিছিয়ে ছিলো লিভারপুল। অনেকের মনে হয়তো অল রেডদের একটা পরাজয় দেখার সুপ্ত আশা দেখাও দিয়েছিলো। কিন্ত সব শঙ্কর মেঘ উড়িয়ে দিয়ে এনফিল্ডে আবারও উল্লাসের উপলক্ষ এনে দিলেন সালাহবাহিনী।

এই ম্যাচ জিতে ইংলিশ লীগে ম্যানসিটির টানা ১৮টি জয়ের রেকর্ডে ভাগ বসালো লিভারপুল। এছাড়া এনফিল্ডে টানা ২১ টি ম্যাচে জিতলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটে ওয়াইনালডামের গোলে এগিয়ে যায় লিভারপুল। লিভারপুলের এগিয়ে যাওয়ার স্বস্তি উড়ে যায় তিন মিনিট পরই। কর্নার থেকে হেডে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান ইসা দিয়ুপ। বলে হাত ছোঁয়ালেও শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক আলিসন।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি লিভারপুলের। দলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর শট জাল খুঁজে পায়নি। ৩৯তম ভার্জিল ফন ডাইকের হেডও ক্রসবারে লেগে ফিরে।

৫৫তম মিনিটে ১২ গজ দূর থেকে বদলি নামা পাবলো ফোনালাস লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৬৮তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে লিভারপুলকে সমতার স্বস্তি এনে দেন সালাহ।

৮১তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিট পর সেনেগালের এই ফরোয়ার্ড আবারও বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ভিএআর দেখে সিদ্ধান্ত দেন রেফারি। তবে বাকিটা সময় স্কোরলাইন ধরে রেখে লিগে ২৬তম জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/ এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :