কুষ্টিয়ায় মাকে খুনের দায়ে ছেলের ফাঁসির আদেশ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১০

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার নাম জুয়েল রানা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আংদিয়া এলাকার আজিজুল সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে আসামি জুয়েলের সঙ্গে তার মা বানেরা খাতুনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি করে। এক পর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে তার মাকে ধারালো হাসুয়া দিয়ে মুখে, নাকে, ঘাড়ে, ডান হাতের বাহু, বাম হাতের কনুইতে আঘাত করে। পরে কোদাল দিয়ে মুখমণ্ডলে উপর্যুপুরি কোপালে তার মা মারা যায়।

ঘটনার পরদিন জুয়েলকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন জুয়েলের বাবা আজিজুল সরদার।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি হত্যাকাণ্ডের দায়ে অভিযোগ এনে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে চার্জশিট দেয় পুলিশ। একই বছরের ১৯ জুন অভিযোগ গঠনপূর্বক সাক্ষ্য শুনানি ও বিচারকার্য শুরু করেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশুলী আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, নিজের মাকে হাসুয়া এবং কোদাল দিয়ে কুপিয়ে হত্যার হৃদয়স্পর্শী ঘটনা বিজ্ঞ আদালতকেও নাড়া দিয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যশুনানি শেষে জুয়েল রানার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :