ফাইনালে যুবাদের আচরণে নাখোশ শচীন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। যদিও যুবাদের শিরোপা জেতার ম্যাচটি বিতর্ক ছড়িয়েছে খেলোয়াড়দের শরীরী ভাষার কারণে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচটিতে দুই দলের খেলোয়াড়রাই চড়া মেজাজ প্রদর্শন করেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা রীতিমত মারামারিতে লিপ্ত হন। এ ঘটনায় পাঁচ ক্রিকেটারকে শাস্তিও দিয়েছে আইসিসি। তবে বিশ্বমঞ্চে তরুণদের এমন আচরণে ব্যথিত অনেকে। এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরাদের একজন শচীন টেন্ডুলকার। নিজেদের সংযত রাখার জন্য যুবাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের এই ব্যাটিং কিংবদন্তি স্লেজিংকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। কিন্তু ম্যাচ জয়ের পর দুই দলের খেলোয়াড়দের আচরণ মেনে নিতে কষ্ট হচ্ছে তার। বিশেষ করে মুখের ভাষা ও শরীরী ভাষা উগ্র করার পক্ষে নন শচীন।

ম্যাচ শেষে দুই দলের কয়েকজন ক্রিকেটারের আচরণ স্লেজিংয়ে সীমাবদ্ধ থাকেনি। রীতিমত ধাক্কাধাক্কি শুরু হয় পচেফস্ট্রুমে।

শচীন বলেন, ‘একজনকে শেখানো চেষ্টা করাই যায়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি সেই শিক্ষা কীভাবে নেবে, তা তার উপরেই নির্ভর করে। কঠিন মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। ভুলে গেলে চলবে না, সারা বিশ্ব তাকিয়ে থাকে তাদের প্রতি। আগ্রাসী হওয়া উচিত, কিন্তু তার জন্য খারাপ ভাষা প্রয়োগ করার দরকার নেই।’

শচীন আরো বলেন, ‘ব্যাট বা বল করার সময়ে আগ্রাসন দেখাতেই পারো। কিন্তু তা যেন কখনও দলের বিরুদ্ধে না যায়। ম্যাচ জিততে সবাইই চায়, তাই বলে আক্রমণাত্বক হওয়া চলে না।’

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এআইএ)