ভৈরবে ১১ জুয়াড়ির কারাদণ্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৭

ভৈরবে ১১ জন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলার চন্ডিবের ও মুসলিম মোড় এলাকা থেকে তাদের আটকের পর এ কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভৈরবপুর এলাকার দুলাল মিয়া, একই এলাকার আক্কাছ মিয়া ও হানিফ, কালিপুরের সুমন, চন্ডিবের স্বাধীন মিয়া, কমলপুর এলাকার স্বপন, কমলপুর এলাকার সাজিত,পানাউল্লাচরের আলকাচ মিয়া, কমলপুরের আলাল, ফারুক মিয়া ও ইব্রাহিম মিয়া।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড, তিনজনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়। বাকিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার নেতৃত্বে ভৈরবের চন্ডিবের সরকারি হাসপাতালের পশ্চিম পাশে এবং মুসলিম মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের থেকে জুয়া খেলার ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :