খুলনা জেলা পরিষদে টেন্ডার নিয়ে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২

খুলনা জেলা পরিষদে ঘাটের ইজারা টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় সাত্তার খলিফা (৬০) ও কামরুজ্জামান কামরুল (৩০) নামে দুজন ঠিকাদার আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পরিষদসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজমান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার জানান, অধিকাংশ স্থানেই আগ্রহী ঠিকাদাররা দরপত্র দাখিল করতে পারেননি। তা নিয়ে ক্ষোভের জেরে এক সংঘর্ষ হয়।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান সংঘর্ষের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। তবে তিনি জানান, জেলার মোট ১৪টি ঘাট ইজারার জন্য আজ দরপত্র দাখিলের দিন নির্ধারিত ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল ঢাকা টাইমসকে জানান, জেলা পরিষদের ভেতরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :