বুড়িগঙ্গা থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক চাল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাদল মিয়া। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদল মিয়ার ভাতিজা শেখ বিল্লাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, সকাল নয়টার দিকে ঝাউচর বুড়িগঙ্গা নদী থেকে আমার চাচার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের অনেক জায়গায় পচন ধরেছে। তার কোমরে ও গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। পরে বিকাল চারটার দিকে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিল্লাল জানান, গত ২১ ফেব্রুয়ারি বাসা থেকে বের হন তার চাচা। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিহত বাদল মিয়া হাজারীবাগের সুলতানগঞ্জের ১৭১/১ নম্বর বাড়িতে থাকতেন। কদমতলীর রায়েরবাজার এলাকায় সোনালী ট্রেডার্স নামে তার একটি চালের দোকান রয়েছে। তিনি মুন্সীগঞ্জের লৌহজং থানার মৃত শেখ আয়ূব আলীর ছেলে।

এ ব্যাপারে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঢাকা টাইমসকে বলেন, নিহত ব্যবসায়ীর শরীরে পচন ধরেছে। তার কোমরে ও গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দিয়েছিল বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :