বুড়িগঙ্গা থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক চাল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাদল মিয়া। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদল মিয়ার ভাতিজা শেখ বিল্লাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, সকাল নয়টার দিকে ঝাউচর বুড়িগঙ্গা নদী থেকে আমার চাচার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের অনেক জায়গায় পচন ধরেছে। তার কোমরে ও গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। পরে বিকাল চারটার দিকে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিল্লাল জানান, গত ২১ ফেব্রুয়ারি বাসা থেকে বের হন তার চাচা। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিহত বাদল মিয়া হাজারীবাগের সুলতানগঞ্জের ১৭১/১ নম্বর বাড়িতে থাকতেন। কদমতলীর রায়েরবাজার এলাকায় সোনালী ট্রেডার্স নামে তার একটি চালের দোকান রয়েছে। তিনি মুন্সীগঞ্জের লৌহজং থানার মৃত শেখ আয়ূব আলীর ছেলে। 

এ ব্যাপারে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঢাকা টাইমসকে বলেন, নিহত ব্যবসায়ীর শরীরে পচন ধরেছে। তার কোমরে ও গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দিয়েছিল বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএ/জেবি)