মাদারীপুরে মাদক মামলায় যুককের যাবজ্জীবন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে মাদক মামলায় মনির হোসেন (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে মাদারীপুরের জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে বাসিন্দা।

সরকারি আইনজীবী সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুর ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ২০১৩ সালের ১৩ আগস্ট বিকালে সদর উপজেলার হুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে মনির হোসেন ও জাকির হোসেনকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
পুলিশ তদন্ত শেষে মনির হোসেন, জাকির হোসেন এবং হেমায়েত মাতুব্বরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

আদালত সাক্ষ্য প্রমাণ শেষে মনিরকে এ সাজা দেয়। রায় দেয়ার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তবে এদের মধ্যে জাকির হোসেন ও হেমায়েত মাতুব্বরর দোষী প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল/ইএস