লক্ষীপুরে সিএনজি-প্রাডো সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৯ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

লক্ষীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেট প্রাডো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- রুনা আক্তার, আবদুর রহিম, জামাল উদ্দিন, শিশু মিরাজ হোসেন, মীর হোসেন। নিহতরা সবাই সদর উপজেলার বাসিন্দা এবং সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাডো গাড়ি ঢাকা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি বটতলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে আরো দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্য আহত দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, হতাহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাডো গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :