তাহিরপুরে নদী ও খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০২

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদী ও খালে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জি। মঙ্গলবার দুপুরের উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ী ও আনোয়ারপুর বাজার সংলগ্ন নদী পাড়ে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি দোকান তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবৈধ সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এ সময় বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জহুর তালুকদার, এসআই মস্তোফা, সার্ভেয়ার হযরত আলীসহ তাহিরপুর থানা পুলিশের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জি জানান, অবৈধভাবে গড়ে উঠা সব স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)