সিংড়ার চেয়ারম্যান মকছেদ আলীর মৃত্যু

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ার ইউপি চেয়ারম্যান মো. মকছেদ আলী প্রামাণিক (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার রাতে নাটোর সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

মঙ্গলবার বাদ যোহর বড় বারইহাটি স্কুল মাঠে প্রথম ও হামিরঘোষ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জন্ম ১৯২৯ সালে উপজেলার হামিরঘোষ গ্রামে। ১৯৫৭ সাল থেকে একটানা ৩০ বছর উপজেলা ৭ নম্বর লালোর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার জীবদ্দশায় নাটোর এনএস কলেজ, দিঘাপতিয়া এমকে কলেজ, বিলহালতী কলেজসহ পাঁচটি কলেজ ও শতাধিক স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। এলাকায় মানব সেবার পাশাপাশি ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, লালোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, বিলহালতী ত্রিমোহী অনার্স কলেজের অধ্যক্ষ মো. মকছেদ আলী প্রমুখ। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)