ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু আজ

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২০২১ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার। দুই দিনব্যাপী এই নির্বাচন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এশিয়ার বৃহত্তম এ বারে ১৮ হাজার ১৫০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করবেন।

ঘোষিত প্যানেল থেকে দেখা যায়, নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হোসেন আলী খান হাসান। যার মধ্যে ইকবাল হোসেন গত নির্বাচনে সভাপতি পদেই আওয়ামী লীগের প্রার্থীর কাছে এক হাজার ২৫৩ ভোটে পরাজিত হন। আর হোসেন আলী খান হাসান সাধারণ সম্পাদক পদে প্রথম ২০১৮-২০১৯ কার্যবর্ষের ৭৭৩ ভোটে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর তিনি গত ২০১৯-২০২০ কার্যবর্ষের নির্বাচনে একই পদে আওয়ামী লীগের প্রার্থীর কাছে ৩৪ ভোটে পরাজিত হন। যদিও ২০১৯-২০২০ কার্যবর্ষের নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিএনপির এই প্রার্থী।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আহসান তারিক উভয়ই নতুন প্রার্থী।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, সদস্য পদে এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, অ্যাডভোকেট মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এবিএম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।

অন্যদিকে নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন,  সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, সিনিয়র সহসাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে এইচএম মাসুম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুবু হাসান রানা, সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), মোছা. তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, এমআরকে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)। 

প্রসঙ্গত, ২০১৯-২০২০ কার্যবর্ষের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল তিনটি সম্পাদকীয় পদসহ নয়টি পদে জয়লাভ করে।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমআর