করোনায় আক্রান্ত ইরানের মন্ত্রী-এমপি

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও একজন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইতোমধ্যে করোনায় ইরানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক ভিডিও বার্তায় উপ স্বাস্থ্য মন্ত্রী নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন রাখা ও ওষুধ সেবন শুরুর কথা জানিয়েছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বার বার তাকে কপাল মুছতে দেখা যায়। ওই সংবাদ সম্মেলনে কভিড-১৯ নাম পাওয়া এই রোগের প্রকোপ নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ নাকচ করেন তিনি।

গত মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের পার্লামেন্ট সদস্য মাহমুদ সেদেঘিও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

“এই পৃথিবীতে বেঁচে থাকব, সেই আশা আর বেশি করছি না,” টুইটে লিখেছেন ৫৭ বছরের ওই এমপি।

বর্তমানে করোনা ভাইরাসে ইরানে ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত চীনের বাইরে ইরানেই করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। হঠাৎ ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

বিশেষজ্ঞদের মধ্যে চীনের বাইরে বিশ্বে যে তিনটি দেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তার একটি ইরান, অপর দুটি দক্ষিণ কোরিয়া ও ইতালির উত্তরাঞ্চল। সম্প্রতি এসব জায়গায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ করে বাড়ছে।

এই ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সঙ্গীত অনুষ্ঠান ও ফুটবল ম্যাচ বাতিল করেছে ইরান। অনেক প্রদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরান থেকে যাওয়ার পর কানাডা, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে কয়েকজনের করোনাভাইরাস ধরা পড়ায় বেশ কয়েকটি দেশ তাদের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে।

কয়েকটি দেশ সীমান্তও বন্ধ করে দিয়েছে। ওমানের খাসাব বন্দরে ইরান থেকে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :