শাহজালালে ৭০ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম

রাজধানীর হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩৭০ গ্রাম স্বর্ণসহ নিলুফা ইয়াসমিন নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল। আটককৃত স্বর্ণের দাম আনুমানিক ৭০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের একটি দল বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশিকালে রাত ১২টার দিকে ব্যাংকক থেকে আসা এসএল ২২৪ নম্বরের একটি ফ্লাইটের যাত্রী নিলুফার ইয়াসমিনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার রেক্টামে ১৪ পিস স্বর্ণ বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ৩৭০ গ্রাম, যাহা আনুমানিক বাজার দাম ৭০ লাখ টাকা।

আটককৃত যাত্রী নিলুফা ইয়াসমিনকে পুলিশে দেওয়া হয়েছে বলে জানায় কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

(ঢাকাটাইম/২৬ফেব্রুয়ারি/এএ/জেবি)