ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ রয়েছেন। আহতদের নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান এবং সুলতান মাস্টার ও ফরিদ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ জানায়, এই দুই পক্ষের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তÍার করা নিয়ে অনেক আগে থেকে বিরোধ চলছিল। এক সপ্তাহ আগে মতিউরের পক্ষের একজনকে মারধর করে অপর পক্ষের লোকজন। এর জের ধরে সকাল ১০টার দিকে দুই পক্ষ বিরোধে জড়ায়। এ সময় ১০/১৫ জন টেটাবিদ্ধ হওয়াসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ অবস্থান করছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)