ধামইরহাটে বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবার কারাদণ্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬

নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় এ দণ্ডদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হলেন- উপজেলার বীরগ্রাম গ্রামের শরিফ উদ্দিন।

জানা গেছে, শরিফ উদ্দিনের মেয়ে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই মেয়ে তার প্রধানশিক্ষক খুরশিদা আকতার খুশির কাছে অভিযোগ করে বলে, ‘ম্যাডাম আমাকে বাঁচান, বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে।’

ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষক বিষয়টি জানান। পরে মেয়ের মাকে উপজেলা প্রশাসন থেকে ফোন করলে মেয়ের বিয়ে দেবে না মর্মে মৌখিকভাবে অঙ্গীকার করেন। তারপরও গত ২১ ফেব্রুয়ারি স্থান পরিবর্তন করে ১নং ধামইরহাট ইউনিয়নের কাজী ও রূপনারায়ণপুর-কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার প্রভাষক ফজলুর রহমান মেয়েটির বিয়ের রেজিস্ট্রি করেন।

খবরটি প্রকাশ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান পুলিশকে সঙ্গে নিয়ে শরিফ উদ্দিনকে আটক করে এ দণ্ডাদেশ দেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :