মুখে লিখেই বৃত্তি পেয়েছে লিতুন জিরা

যশোর প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩

দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা মুখ দিয়ে লিখেই এবারের পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে বৃত্তি পেয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন। সে উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন লিতুন জিরার বাবা হাবিবুর রহমান।

লিতুনের বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম জানান, দুই হাত ও পা ছাড়াই লিতুন জন্ম নেয়। জন্মের পর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন তারা। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চার করছে। লিতুন আর দশজন শিশুর মতো স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোসল সব কিছুই করতে পারে। মুখ দিয়েই লিখে সে। তার চমৎকার লেখা যে কারও দৃষ্টি কাড়বে।

লিতুনের প্রধানশিক্ষক সাজেদা খাতুন জানান, তার ২৯ বছর শিক্ষকতা জীবনে লিতুনের মতো মেধাবী শিক্ষার্থীর দেখা পাননি। এক কথায় সে অসম্ভব মেধাবী। শুধু লেখাপড়ায় নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অন্যদের থেকে অনেক ভালো সে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :