ধানক্ষেতে মিলল বালু শ্রমিকের লাশ

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের হালুয়াঘাটে ধানক্ষেত থেকে মিলল এক বালু শ্রমিকের গলায় গামছা পেঁচানো লাশ। বুধবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ^াস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বালু শ্রমিক সংড়া গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের একটি ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় হেলালকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল/এলএ)