রাঙামাটিতে শক্তিমান চাকমা হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে অর্পন চাকমা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি ইউপিডিএফ কর্মী এবং নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

বুধবার ভোর ৫টার দিকে সুবলং ঝর্ণা এলাকার প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিম দিকের চারিক্যং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় একটি ব্যাগে রক্ষিত টেলিফোন, চাঁদার রশিদ ও অন্যান্য ব্যক্তিগত সরঞ্জামাদি, একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় অস্ত্র, বেশ কিছু পিস্তলের গুলি ও এলজির কার্তুজও উদ্ধার করা হয়েছে।

দুপুরে রাঙামাটি সেনা জোনে আয়োজিত এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত অর্পণ চাকমা বাবুধন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র শাখার কুখ্যাত সদস্য। সে ২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। অর্পণ চাকমাই সে দিন শক্তিমান চাকমাকে নিজে গুলি করে হত্যা করেছিল।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাহিনীর নিয়মিত টহল দল গত রাতে চারিক্যং এলাকায় টহলে গেলে ইউপিডিএফের সদস্যরা তাদের দিকে গুলি ছুড়ে। এসময় সেনা সদ্যরাও পাল্টা গুলি ছুড়েন। পরে সন্ত্রাসীরা চলে গেলে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে অর্পনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় দুটি অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, লাশটি উদ্ধার করে রাঙামাটির সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে পরিবারের কেউ এলে লাশটি হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/ইএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :