ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজু আহম্মেদ (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলার ফারাকপুর দক্ষিণ রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ভেড়ামারা রেলওয়ে স্টেশনের সাবেক স্টেশন মাস্টার মৃত আব্দুর রহিমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৩ আপ) ট্রেনটি দুপুরে ভেড়ামারার ফারাকপুর উত্তররেল গেট ক্রসিং করছিল। এই সময় রেল লাইনের মধ্য দিয়ে রাজু হাঁটছিল। দ্রুতগামী ট্রেন পেছন দিক থেকে রাজুর শরীরের উপর দিয়ে উঠে যায় এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি জিআরপি থানা পুলিশ উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)