টাঙ্গাইলে পাঁচটি দোকান পুড়ে ছাই

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলার বাউশা খানপুর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

বাউশা খানপুর বাজারের সভাপতি আজাহার উদ্দিন বলেন, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

টাঙ্গাইল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আল-মামুন বলেন, এলাকাবাসীর খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/আরকে/জেবি)