সালমাদের ১৯০ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইসিসি নারী বিশ্বকাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সুতরাং, জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৯০ রান।

ক্যানবেরার মানুকা ওভালে স্বাগতিকদের পক্ষে ৫৩ বলে ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৮৩ রান করেন ওপেনার আলিসা হিলি। অপর ওপেনার মুনি ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন গার্ডনার। বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সালমা খাতুন ১টি উইকেট নেন।

বিশ্বকাপে বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছিল ১৮ রানে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার এটি তৃতীয় ম্যাচ। এর আগে ভারতের কাছে ১৭ রানে হেরেছিল অজিরা। প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া নারী দল: ১৮৯/১ (২০ ওভার)

(হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*; জাহানারা ০/৪০, সালমা ১/৩৯, নাহিদা ০/২৬, খাদিজা ০/২৯, রুমানা ০/৩০, ফাহিমা ০/২৩)।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এসইউএল)