রোহিঙ্গা সমস্যা: আসিয়ান প্লাটফর্মে কম্বোডিয়াকে বাংলাদেশের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৫

মিয়ানমারকে সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্লাটফর্ম থেকে সিভিল সোসাইটি গ্রুপ (সুশীল সমাজ) এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়াকে একটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ।

আসিয়ান সদস্য দেশ হিসেবে কম্বোডিয়া বাংলাদেশের প্রস্তাবনাটি সক্রিয়ভাবে আমলে নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতার আশ^াস দিয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি মেঘনায় বাংলাদেশ-কম্বোডিয়া যৌথ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া। বৈঠক শেষে দুই দেশের প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় সদস্য হিসেবে কম্বোডিয়া মিয়ানমারকে বোঝাতে পারে। মিয়ানমারকে সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্লাটফর্ম থেকে সিভিল সোসাইটি গ্রুপ (সুশীল সমাজ) এবং রাজনৈতিক লিডারশীপ মিলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়াকে একটি প্রস্তাবনা দিয়েছে আমরা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আত্মবিশ্বাসের যে অভাব সেই জায়গায় বিল্ডিং হিসেবে আমাদের প্রস্তাবনায় তারা (কম্বোডিয়া) বলেছে, বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করবেন। কম্বোডিয়ান প্রতিমন্ত্রী বলেছেন, তিনি দেশে গিয়ে এটা নিয়ে আলোচনা করবেন।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক জোট আসিয়ান। ১০টি দেশের মধ্যে রয়েছেন মিয়ানমার ও কম্বোডিয়াও।

শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের প্লাটফর্ম ব্যবহার করে কম্বোডিয়া মিয়ামারের সঙ্গে সামনের দিনে আলোচনা আরও বাড়াবেন বলে আশ^স্ত করেছিন। তারা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমারের বন্ধু হিসেবে তারা এই দায়িত্বটি পালন করবে।

রোহিঙ্গা ইস্যুতে কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া বলেন, ‘আসিয়ানের সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়া বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে। কম্বোডিয়া দুই দেশের বন্ধু হিসেবে এই সমস্যা সমাধানে কাজ করবে।’

বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশনও (এফওসি) সই হয়।

প্রতি দুই বছর পরপর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার। তনি বলেন, ‘বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে প্রথম জয়েন্ট কমিশন বৈঠক হয়েছে। আমরা এখন থেকে দুই বছর পরপর বৈঠক করব। এরপর ২০২২ সালে আবার বৈঠক করব। বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয়গুলো আলোচনা করব।’

বৈঠকে আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষিক্ষেত্রে বিশেষ করে পাট এবং চাল উৎপাদনে আমাদের কৃষকরা কিভাবে তাদের (কম্বোডিয়ার) দেশের জমিগুলো ব্যবহার করতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের কৃষিমন্ত্রী পর্যায়ে কথা হবে।’

চলতি বছরেই দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে আগামী তিন বছর যৌথ প্রোগ্রাম করবে বাংলাদেশ ও কম্বোডিয়া। এ প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কালচারাল বিনিময়ে আগামী তিন বছরব্যাপী যৌথ পোগ্রাম করব। এটার একটা গ্রাফ তাদের কাছে হ্যান্ডওভার করেছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কম্বোডিয়াতেও পালন করা হবে বলে জানান শাহরিয়ার।

কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া বলেন, ‘আমরা দুই দেশ একযোগে মুজিববর্ষ পালন করতে একমত হয়েছি।’ দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এদিকে গতকাল রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে।

আর কম্বোডিয়ার নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের কাজ প্রক্রিয়াধীন। এপ্রিলে তা উদ্বোধন করা হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :