বোয়ালমারীতে কার্বন ফ্যাক্টরি বন্ধের দাবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকার গোল্ডেন কার্বন ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার নয় গ্রামের মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে জয়নগর বটতলায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার জয়নগর, কানখরদি, বেড়াদী, কেরশাইল, সেরাপুর, প্রেমতারাসহ নয়টি গ্রামের লোকজন এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য দেন- সাতৈর ইউপি সদস্য ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান, চাঁন মিয়া, ইলিয়াস হোসেন, আসমা বেগম, মনিরা বেগম প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন, জয়নগর গ্রামের ব্যবসায়ী হিরু মুন্সির মালিকানাধীন গোল্ডেন কার্বন ফ্যাক্টরিতে পাটকাঠি পুড়িয়ে এ মিল থেকে কার্বন বা পাটকাঠির ছাই উৎপাদন করা হয়। এ পাটকাঠি পোড়ানোর সময় এলাকায় প্রচণ্ড ধোঁয়া এবং বাতাসে ছাই মিশে পরিবেশ দূষিত হয়। ধোঁয়া এবং ছাইয়ের কারণে আশপাশের এলাকায় শ্বাসকষ্ট, যক্ষা, এ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এছাড়া বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।

মানববন্ধন শেষে বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :