আরো শক্তিশালী হয়ে ফিরতে চাই: সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫১

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু ইনজুরির কারণে বেশ কিছু দিন তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। পিঠের ব্যথার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটানোর পর আরো শক্তি সঞ্চার করে মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশে ত্রিদেশীয় টি-২০ সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিং দক্ষতা দিয়ে সাইফউদ্দিন বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই মুহূর্তে তিনিই বাংলাদেশের একমাত্র সিম বোলিং অলরাউন্ডার। যে কারণে দলে তার কদরও অন্যরকম।

এই কারণে টিম ম্যানেজমেন্টও চায় যত দ্রুত সম্ভব তিনি যেন ছন্দ ফিরে পান। সাইফউদ্দিনও চান নিজের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে।

বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর মাঠে ফেরার চাপ না নিয়ে এই ম্যাচটি আমার উপভোগ করা দরকার। গত পাঁচ মাস আমি দলের বাইরে ছিলাম। এর আগে বাজে পারফরম্যান্সের কারণে দীর্ঘ আট মাস বাইরে কাটিয়েছি। এখন দলে আসা-যাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি। আশা করি এবারের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে পারব।’

জিম্বাবুয়েকে তিন ম্যাচেই হারিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে চান সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছি। তাই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব। টেস্ট ক্রিকেটেও আমরা ভাল পারফর্ম করেছি। ওয়ানডে ক্রিকেটেও সেটি করতে হবে। তাদেরকে হোয়াইটওয়াশ করার অতীত অভিজ্ঞতাও আমাদের আছে। তবে এর নাম ক্রিকেট, এখানে কোন কিছুরই নিশ্চয়তা দেয়া যায় না।’

পূর্ণ শক্তি দিয়ে খেললে ফের ইনজুরিতে পড়ার আশংকা থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে চান বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই ইনজুরিতে না পড়ার নিশ্চয়তা কেউ দিতে পারে না। পিঠের ব্যথার কারণে আমি পুনর্বাসনে ছিলাম। কিন্তু আপনি হ্যামস্ট্রিং, হাঁটু কিংবা কুঁচকির ইনজুরিতেও পড়তে পারেন। তাই আমি ইনজুরি নিয়ে ভয় পাই না। এখন আমি পুনর্বাসনেও অভ্যস্ত হয়ে গেছি।’

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ধোনি নামতেই গ্যালারিতে ‘কান ফাটানো’ শোরগোল, ঘড়িতে ‘নয়েজ এলার্ট’

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :