দুই বছরের মধ্যে পাবনায় নৌ-বন্দর: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫

নৌ-প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে পাবনা নগরবাড়ী আনুষাঙ্গিক সুবিধাদিসহ নৌ-বন্দর চালু হবে এবং বন্দরটি চালু হলে উত্তর-দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।

বৃহস্পতিবার বিকালে পাবনার নগরবাড়ীতে আনুষাঙ্গিক সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদ মাহমুদ চৌধুরী বলেন, এই বন্দরের জৌলশ ফিরে আনতে, মানুষের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এ নদী বন্দর নির্মাণ করছে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার গোলাম সাদেকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক কবীর, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউল ইসলামসহ বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :