বিশ্বের ৮০ শতাংশ ইলিশ বাংলাদেশ আহরণ করে

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বে ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই  বিশ্বের ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে।  

আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

তাতে বলা হয়, ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল ও ভোলায় সীমাবদ্ধ নয়, রাজশাহী,  রংপুর ও বৃহত্তর সিলেটের বিভিন্ন নদ–নদী ও হাওরে এখন ইলিশ পাওয়া যায়।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন সদস্য নাজমা আকতার, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)