খুলনায় সৌম্যের বিয়েতে ফোন চুরি, গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন সেট চুরির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার খুলনা থানার এসআই টিপু সুলতান আসামিদের সাত দিনের রিমাণ্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির দিন রবিবার ধার্য করেছেন।

আসামিরা হলেন- ঢাকার শ্যামপুরের রাসেল ও ভাষানটেকের সেলিম।

মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাতে খুলনা ক্লাবে জমকালো অনুষ্ঠানের সময় বর যাত্রীদের সাতটি ফোন সেট চুরি হয়। সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বরযাত্রী নিয়ে সৌম্য সরকার খুলনা ক্লাবে প্রবেশ করেন। এ সময় তিনটি মোবাইল ফোন চুরি হয়। রাত ১০টার দিকে মালা বদলের আগে আরও চারটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।

সৌম্যর বাবা ও বন্ধু অলীসহ বর যাত্রীদের সাতটি মোবাইল সেট চুরি হওয়ার ঘটনায় হট্টগোল শুরু হলে মালাবদল বন্ধ হয়ে যায়। পরে দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় সৌম্য পরিবারের সদস্য সুখময় সরকার ওই দুজনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন।

সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন চুরির মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন রবিবার ধার্য করেছেন।

রাসেলের নামে শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে। দু’জনেই চিহ্নিত চোর চক্রের সদস্য। তারা মোবাইল চুরির উদ্দেশ্যে এখানে এসেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :