আকবর আলীদের ৮ মার্চ বরণ করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১০

বিশ্বজয় করে আসা আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল প্রশংসা আর সংবর্ধনায় ভাসছে বেশ ভালোভাবে। দেশে ফিরে বিসিবির উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর যুবদলের অংশ হওয়া ৯ ক্রিকেটার আলাদা করে সংবর্ধিত হলেন বিকেএসপিতে। বিকেএসপির ৯ ছাত্রকে সংবর্ধনা অনুষ্ঠানেই এলো আরও বড় খবর। আগামী ৮ মার্চ গণভবনে সংবর্ধিত হবে বিশ্বজয়ী যুবারা।

বিশ্বকাপ জয়ের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ঘোষণা ছিল বেশ জাঁকজমকপূর্ণভাবে যুবদলকে দেওয়া হবে সংবর্ধনা। তবে সময় ও অন্যান্য দিক বিবেচনা করে কবে নাগাদ হতে পারে তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

সাভারের বিকেএসপিতে আকবর, শামীম, মুরাদদের সংবর্ধনা অনুষ্ঠানে তারিখ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘তোমরা বড় হও। তোমাদেরকে এই দেশ এবং জাতি সম্মানিত করবে। যেখানেই যাচ্ছো তোমরা কিন্তু সম্মানিত হচ্ছো। তোমাদেরকে আরেকটি ভালো সংবাদ জানিয়ে রাখছি। আগামী ৮ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আমাদের সেই আকবরবাহিনীকে সংবর্ধনা দেবেন নিজে উপস্থিত থেকে।’

যুব দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও বিকেএসপিতে সংবর্ধিত হয়েছেন ৮ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মুরাদ, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম এবং আশরাফুল ইসলাম সিয়াম (স্ট্যান্ড বাই)।

অনুষ্ঠানে আকবরদের প্রত্যেকের হাতে বিকেএসপির পক্ষ থেকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :