‘বাকের ভাই’ হচ্ছেন শাকিব খান?

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘কোথাও কেউ নেই' নাটকের অন্যতম আলোচিত চরিত্র বাকের ভাইয়ের কথা মনে আছে নিশ্চয়ই। সে সময় এই চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার জনপ্রিয় অভিনেতা এবং বর্তমান সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নাটক এবং চরিত্র দুটোই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ‘কোথাও কেউ নেই’ নাটকের আসাদুজ্জামান নূরের বিপরীতে ছিলেন সুবর্ণা মুস্তাফা।

এবার সেই কালজয়ী চরিত্র ‘বাকের ভাই’কে তোলা হবে রুপালি পর্দায়। এই গুরুদায়িত্বটি সামলাবেন জনপ্রিয় নির্মাতা ওয়াজেদ আলী সুমন। ছবির নামও হবে ‘বাকের ভাই’। পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বাকের ভাই চরিত্রে কে অভিনয় করবেন, সেটা এখনই জানাতে নারাজ ওয়াজেদ আলী সুমন। খুব শিগগিরই বড় পর্দার বাকের ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

তবে পরিচালক কিছু না জানালেও এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, চলচ্চিত্রে বাকের ভাইয়ের চরিত্রটি করবেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খান। তবে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সাফ কথা, ‘বাকের ভাই চরিত্রের জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তাই উড়ন্ত খবরে কান দেবেন না। সবকিছু চূড়ান্ত হলে আমরাই প্রকাশ করব।’

আপাতত ছবির কাহিনী ও চিত্রনাট্যের কাজ চলছে। নাট্যকার ও ঔপন্যাসিক মাসুম রেজা লিখছেন এর কাহিনী ও চিত্রনাট্য। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বাকের ভাই’ ছবির নামটি নিবন্ধন করা হয়েছে বলে এফডিসি সূত্রে জানা গেছে।

পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘ভালো গল্পের একটা ছবি বানানোর জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছি। যেখানে থাকবে পুরোপুরি মৌলিক একটি গল্প। এ ক্ষেত্রে বাকের ভাইকে নিয়ে চলচ্চিত্র হলে সেটা দারুণ হয়। তাই কালজয়ী এই চরিত্র নিয়েই সিনেমা বানানোর পরিকল্পনা করেছি। তবে আমরা এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত করিনি।’

শাকিব খানও জানালেন, তার সঙ্গে এ ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক বা প্রযোজকের সঙ্গে কোনো কথা হয়নি। শাকিবের কথা, ‘বাকের ভাই একটি কালজয়ী চরিত্র। আমাদের কিংবদন্তি হুমায়ূন আহমেদ সাহেবের অমর সৃষ্টি এটি। সেখানে অভিনয় করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। এমন একটি চরিত্রে কাজ করতে পারলে আমার জন্যও গর্বের।’

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :