দ্রুত সময়ে তথ্য বাতায়ন সংশোধনে গোলাপগঞ্জ ইউএনও-কে ধন্যবাদ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৩

শাহাবুদ্দিন শুভ, ঢাকাটাইমস

গোলাপগঞ্জ নিয়ে তথ্য বাতায়নের ১৩ লাইনে ১৬টি ভুল শিরোনামে সিলেট ঢাকা টাইমস এ মতামত বিভাগে (২৭ ফ্রেব্রুয়ারী ২০২০) লেখা প্রকাশিত হওয়ার পর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে লেখাগুলো সংশোধন করেছেন। তার জন্য ইউএনও গোলাপগঞ্জ ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ।

আমি আশা করি, যেহেতু ডিজিটাল বাংলাদেশের বর্তমান প্রজন্ম ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পছন্দ করে।  সেক্ষেত্রে  জাতীয়, জেলা ও উপজেলা তথ্য বাতায়ন হতে পারে তার মূল তথ্যের উৎস। এক্ষেত্রে দেশব্যাপী উপজেলা প্রশাসন তাদের কর্মকর্তা ও কর্মচারীদের কাজে লাগিয়ে যদি সঠিক তথ্য নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে পারেন, তাহলে অন্য কোন উৎস থেকে তথ্য সংগ্রহ না করে সরাসরি জেলা বা উপজেলা তথ্য বাতায়ন থেকে সবাই তথ্য পেতে চাইবে ।

ভুল তথ্য দিয়ে সাধারণ জনগণের মনে যেন এ ধারণা তৈরি না হয় যে, তথ্য বাতায়নে গেলে তথ্য পাওয়া যায় না বা ভুল তথ্য পাওয়া যায়। পাশাপাশি আমাদের সিলেটপিডিয়া www.sylhetpedia.com সিলেটে বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছে । আমারাও চেষ্টা করছি, সিলেট বিভাগের সঠিক তথ্য পাঠকের জন্য তুলে নিয়ে আসতে।

লেখক: প্রধান সম্পাদক, সিলেটপিডিয়া