চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন ঘুরে দেখলেন যুগ্ম-সচিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার পদ্মার ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব মন্টু কুমার বিশ্বাস। শুক্রবার দুপুরে পদ্মার ভাঙন ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ইতোপূর্বে আলাতুলি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের পরপরই চরবাগডাঙ্গা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্যার সময় নদী ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

চরবাগডাঙ্গা ও আলাতুলি ইউনিয়নের বাকি অংশ ৬.১ কিলোমিটার ভাঙনকবলিত এলাকা। মঙ্গলবার একনেকে চরবাগডাঙ্গার এ প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক থাকায় এ প্রকল্পটি অনুমোদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চরাঞ্চলবেষ্টিত ৭টি ইউনিয়ন অনেক অবহেলিত ছিল, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ঐকান্তিক প্রচেষ্টায় চরাঞ্চলের উন্নয়ন হয়েছে। সুন্দরপুর ইউনিয়নের কালিনগর থেকে চরবাগডাঙ্গা পর্যন্ত ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। পরে, আলাতুলি রক্ষার জন্য সরকার সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। অনেক চেষ্টার ফসল হিসেবে মঙ্গলবার চরবাগডাঙ্গা প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :