ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই মেয়ে

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩২

নাটোরের সিংড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ডাঙ্গাপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী ও মহেশচন্দ্রপুর গ্রামের আরেক মেয়ে। শুক্রবার দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর হস্তক্ষেপে পৃথক দুটি বাল্যবিয়ে বন্ধ হয়।

এসময় কনে দশম শ্রেণির ছাত্রীর বাবা ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও মহেশচন্দ্রপুর গ্রামের আলী আশকের পৃথক দুটি বাড়িতে সাজসাজ রব ও সকল আয়োজন চলাকালে বাল্যবিয়ের খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। পরে ইউএনও’র প্রচেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ওই দুই মেয়ে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :