মেলায় ফাতেমা আবেদীনের ‘মৃত অ্যালবাট্রস চোখ’

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যাপিত জীবনের সম্পর্কগুলো নিয়ে তৈরি গল্প সংকলন 'মৃত অ্যালবাট্রস চোখ' প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে। বইটির লেখক ফাতেমা আবেদীন। তবে তিনি নাজলা নামেই পরিচিত।

দশটি গল্পে মোড়া বইটির পরতে পরতে রয়েছে জীবনের নানা সম্পর্কের রসায়নের চিত্র। গল্পগুলো ২০১১ থেকে ২০২০ পর্যন্ত মানবীয় প্রেম-ভালোবাসা ও প্রতারণা, বিশেষত ইন্টারনেটের যুগে সম্পর্কের যে অনাস্থা ও প্রলোভন তৈরি হয়েছে- সেসবকে কেন্দ্র করে গড়ে ওঠেছে।

সব্যসাচী মিস্ত্রির প্রচ্ছদে ছোটগল্পের বইটি পাওয়া যাবে মাত্র ২৪০ টাকায়।

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত এই বইটি ছাড়াও লেখকের অন্যান্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘সেই সকালের গল্প’ এবং ‘ছায়া খুঁজে ফিরি’।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/টিএটি/জেবি)