অধিনায়কত্ব গ্রহণে আপত্তি নেই ‍মুশফিকের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭

দীর্ঘ সময় পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামছেন মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে জিম্বাবুয়ে সিরিজই হতে পারে অধিনায়ক হিসাবে মাশরাফি শেষ সিরিজ। আগামী বোর্ড সভার পর নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হতে পারে। ‘কে হবে নতুন অধিনায়ক’- এই আলোচনা নতুন করে সামনে আনলেন মুশফিকুর রহিম।

গত ১৯ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার ধারণা মাশরাফি এই সিরিজটায় অবশ্যই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। ও যদি ফিট না হয় সেটা অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি করতে যাচ্ছি না। তবে খুব শীঘ্রয়ই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটার আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শীঘ্রয়ই এই সিদ্ধান্ত নিতে হবে। আগামী এক মাসেই অধিনায়কত্বের ব্যাপারে পরিস্কার সিদ্ধান্ত নিতে পারব। এই সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব।’

পাপন জানিয়েছিলেন, ‘এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে। ১-১.৫ মাসের মধ্যে আমাদের বোর্ড মিটিং। সেখানেই জেনে যাবেন সিদ্ধান্ত, খুব বেশি দেরি নেই।’

সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে বিবেচনায় নেই। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও বিবেচনায় থাকছেন না বিভিন্ন কারণে। তরুণদের মধ্যে যাদের মধ্যে লিডারশিপ অনেকেই এখনো দলে নিয়মিত মুখ না।

মুশফিকুর রহিম হতে পারেন সবচেয়ে যথাযথ বিকল্প। এর আগে ‘অধিনায়কত্ব করতে চাই না’ অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

জনপ্রিয় টেলিভিশন এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুশফিকুর রহিম জানিয়েছেন বিসিবি যদি তাকে অধিনায়ক হিসাবে দেখতে চায় তাহলে সে বিবেচনা করে দেখবে, ‘এটা (অধিনায়কত্ব) তো সম্মানের ব্যাপার, দেশকে নেতৃত্ব দেওয়া অনেক গর্বের। অনেকে তো চাইলেও পায় না। বিসিবি যদি আমাকে চায় অধিনায়ক হিসাবে তাহলে আমি ভেবে দেখতে পারি।’

(ঢাকাটােইমস/২৯ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :