সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩

সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই কিশোরী রিয়াজুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজুল কালিগঞ্জ উপজেলার বন্দিপুর গ্রামের বাসিন্দা। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টানি চিকিৎসক।

এ মামলার অপর দুই পলাতক আসামি হলেন- কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলার বাঁকাল গ্রামের মিজানুর রহমান মিঠুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ওই কিশোরী শহরের পলাশপোল এলাকার শিমুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে যোগ দেন। এরপর থেকে রিয়াজুল তাকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর গত বুধবার রাতে ২ নং আসামি আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতায় কোমলপানীয় কোকাকোলার মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে তা তাকে খাইয়ে ওই ক্লিনিকের পাঁচ তলায় নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ক্লিনিক মালিক ৩নং আসামি মিজানুর রহমান মিঠুনকে জানানোর পর তিনি বিষয়টি সমঝোতা করবেন বলেও কোনো সমাধান করছেননি। পরে আবার টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। অবশেষে উপায় না পেয়ে মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সদর হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে। ডাক্তারি পরীক্ষার শেষে গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার সকালে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন উপজেলার গোপালপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির আইসি আমিনুর রহমান জানান, গোপালপুর রেললাইনের উপর থেকে গাছের পাতা কুড়াচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ওই ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, রাজবাড়ী রেল পুলিশকে খবর দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :