দলে ধান্দাবাজদের আশ্রয় দাতাদেরও ধরতে হবে: নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০ | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

আওয়ামী লীগে ধান্দাবাজ ঢুকেছে মন্তব্য করে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগের সুবিধাবাদী, ধান্দাবাজরা বেশি ভয়ঙ্কর। এই ধান্দাবাজদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকেও ধরতে হবে। এদের রুখতে না পারলে ভবিষ্যতে ক্ষতি হয়ে যাবে।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার ও পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বক্তব্যে গত ১০ বছরের আওয়ামী লীগের অর্জন তুলে ধরেন নাসিম। এ সময় তিনি বলেন, ধান্দাবাজদের চিহ্নিত করে আইনের মাধ্যমে শাস্তি না দিতে পারলে অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নুর পাপিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘এদেরকে শুধু বহিষ্কার নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে। এদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকেও ধরতে হবে।

নাসিম বলেন, ‘এখন তো বঙ্গবন্ধুপ্রেমীর কোনো অভাব নাই। জয় বাংলা বলা লোকের অভাব নাই। তিনি বলেন, ‘সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানি, ধান্দাবাজ যোগ হয়। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। এরা এমনভাবে কথা বলে যে, আমার চেয়ে বড় আওয়ামী লীগার তারা হয়ে গেছে। আমি মনে করি, বিএনপি-জামায়াতের চেয়ে ভয়ঙ্কর এরা। বিএনপি-জামায়াত কি ভয়ঙ্কর, এর চেয়ে বড় ভয়ঙ্কর হলো আওয়ামী লীগে যোগ দেয়া সুবিধাবাদী ও ধান্দাবাজরা। এদেরকে রুখতে হবে। এদেরকে রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।’

নারী ও শিশু নির্যাতনকারীদের আরও দ্রুত বিচারের দাবি জানিয়ে নাসিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, দ্রুত বিচার আইন তো আছে জানি। তারপরও বিচার আরও সংক্ষিপ্ত করতে হবে। যারা ধরা পড়ে, এসব ক্রিমিনালগুলোর বিচার করতে গেলে দীর্ঘ সময় লাগবে কেন? বঙ্গবন্ধু হত্যা, একাত্তরের ঘাতকদের যদি বিচার করতে পারি, তাহলে কেন নারী ও শিশু নির্যাতনকারীদের খুব সংক্ষিপ্ত সময়ে বিচার করতে পারব না। প্রয়োজনে আইন করে আরও সংক্ষিপ্ত করা হবে।’

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :