‘রাবিতে বিভাগের নাম পবিরবর্তনের দাবি অযৌক্তিক’

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের বিভাগের নাম পরিবর্তনের দাবিকে অযৌক্তিক বলছেন- বিভাগের শিক্ষকরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষকরা। তবে পিএসসিতে বিভাগের স্বতন্ত্র কোড অন্তর্ভুক্তির ব্যাপারে একমত তারা।

সম্মেলনে পপুলেশন সায়েন্স বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল লিখিত বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের অযৌক্তিক দাবিতে বিভাগের নাম পরিবর্তনের কোনো চিন্তা-ভাবনা নেই। বিভাগটি উচ্চতর গণিত, পরিসংখ্যান ব্যবহারের মধ্যদিয়ে পপুলেশনের মৌলিক তিনটি উপাদান জন্ম, মৃত্যু এবং মাইগ্রেশনের ফোরকাস্টিং, মডেলিং এবং বিশ্লেষণধর্মী বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকে- যা বিজ্ঞান অনুষদের স্পিরিট ধারণ করে। তাই বিভাগটি বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত।’

তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যানের অনার্সের ২০১৯-২০ সেশনের সিলেবাসের সঙ্গে রাবি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সিলেবাসের মাত্র ২০.৩ শতাংশ মিল রয়েছে। ফলে শিক্ষার্থীদের বিভাগের নাম পরিবর্তনের জন্য উত্থাপিত দাবি সঠিক নয়।’

প্রসঙ্গত, পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। তবে ২৬ ফেব্রুয়ারি থেকে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে তিন দিন ধরে আমরণ অনশন শুরু করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহানের ২ মার্চ আলোচনায় বসার আশ্বাসে ২৮ ফেব্রুয়ারি রাত দেড়টায় আমরণ অনশন স্থগিত করেন বিভাগের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :