ফরিদপুরে বিমা দিবসে র‌্যালি

প্রকাশ | ০১ মার্চ ২০২০, ১৭:০০

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে প্রথম জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে কবি জসীমউদ্দিন হলে এক আলোচনা সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের  সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা প্রমুখ। এরপর দিনব্যাপী বিমা মেলার উদ্বোধন করেন অতিথিরা।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বিমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআর’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

এ দিবস উপলক্ষে বিমাশিল্পের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য র‌্যালি, বিমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/কেএম/এলএ)