‘সুবর্ণ এক্সপ্রেসে’র বগিতে আগুন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৭:৪৮

ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আসার পর ট্রেনটিতে আগুন লাগে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগি রেখে এক ঘণ্টা দেরিতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম রেলওয়ে জংশন অতিক্রমের সময় ট্রেনের একটি বগির নিচে আগুন লাগে। এসময় রেলকর্মী ও যাত্রীরা চিৎকার করলে চালক ট্রেন থামায়। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তারা আরও জানায়, ওই বগিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। তাদের অন্যান্য বগিতে স্থানান্তর করে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি এক ঘণ্টা দেরি করে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে।

ওই ট্রেনের যাত্রী আবদুল কাদের ঢাকা টাইমসকে বলেন, ‘অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। যদি আগুন পুরো বগি কিংবা উপরে ছড়িয়ে পড়ত তাহলে হয়ত আগুনে পুড়েই মরতে হতো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ট্রেন অ্যাকজামিনারদের দায়িত্বে অবহেলায় আমরা আজ এ দুর্ঘটনার শিকার হয়েছি।’

লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন অ্যাকজামিনার আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘষা লেগে হট একসেল হয়ে এ আগুন লেগেছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/পিএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :