চিপসের প্যাকেটে খেলনা, বাজার মনিটরিংয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৮:০১

চিপসের প্যাকেটে খেলনা দেওয়ার বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের প্রতিবেদন দাখিল করা হয়। তাদেরকে নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

এর আগে গত ১৭ নভেম্বর চিপসের প্যাকেটসহ অন্যান্য শিশুখাদ্যের প্যাকেটে খেলনা না ঢোকাতে শিশুখাদ্য উৎপাদক কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

এছাড়াও চিপসের প্যাকেটে খেলনা ঢুকিয়ে কীভাবে বাজারজাত করছে; সে বিষয়ে বিএসটিআইকে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রিটকারী আইনজীবী মনিরুজ্জামান রিট দায়েরের পর বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে চিপসের সাথে খেলনা খেয়ে ফেলার পর দুটি শিশুর মৃত্যু হয়েছে। ছোট ছোট খেলনা চিপসের প্যাকেটে দিয়ে দেয়া হয়। চিপসের সাথে বাচ্চারা যদি সেই খেলনা খেয়ে ফেলে তাহলে বিপদ হয়ে যায়। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এ কারণেই রিট আবেদনটা করেছিলাম।’

(ঢাকাটাইমস/০১মার্চ/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :