ইয়াবা কারবারিদের হামলায় গরু ব্যবসায়ী আহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৮:৪৩

টেকনাফের সদরে গরুর বাজারে ইয়াবা কারবারিদের হামলায় জাফর আলম নামে এক গরু বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকালে টেকনাফ সদরের ডেইল পাড়ার গরুর বাজারে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহত জাফরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত জাফর আলম টেকনাফ সদরের গোদারবিল এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি ওই বাজারে গরু বিক্রি করার সময় স্থানীয় ইয়াবা কারবারি আবু ছৈয়দের নেতৃত্বে আট-দশজনের একদল সন্ত্রাসী তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করে।

দীর্ঘ কয়েক বছর যাবত ইয়াবা কারবারি আবু ছৈয়দসহ তার আত্মীয় স্বজনরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গরুর বাজার নিয়ন্ত্রণ করে আসছে। প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে প্রশাসনের নাকের ডগায় তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান আহত জাফর আলম।

(ঢাকাটাইমস/১মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :