‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার’

প্রকাশ | ০১ মার্চ ২০২০, ২১:৩৮

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে এসএমই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রবিবার বিকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকার নিজ নিজ পণ্য চিহ্নিত করা হয়েছে। এখন নিজ নিজ এলাকার পণ্য দেশ ও দেশের বাইরে রপ্তানি করার লক্ষ্যে সরকার এসএমই ফাউন্ডেশনকে শক্তিশালী করেছে। আর এই ফাউন্ডেশনের উদ্যোগে দেশের শিল্পাঞ্চলখ্যাত জেলাগুলোতে এসএমই মেলার আয়োজন করে যাচ্ছে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের এজিএম আবুল হায়দার ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)