ভাষার মাসে ২১-কে স্মরণ

ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে চারগুণ মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২০, ২৩:১৭ | প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ২২:১২

ঝিনাইদহের ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ২১-এর চারগুণ (৮৪টি) মামলা নিষ্পত্তি করেছেন একজন বিচারক। এর আগে ১১ মাসে প্রায় ১৩ শতাধিক মামলা নিষ্পত্তি করে বিচার বিভাগে ব্যাপক আলোচিত হন বিচারক মো. তাজুল ইসলাম।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ঝিনাইদহের ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালের বিচারক অমর ২১ ফেব্রুয়ারিকে স্মরণ করে চারগুণ মামলা নিষ্পত্তির করেন। প্রতিদিন নথিপত্র নিয়ে টাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করেছেন। ফলে ২১-এর চারগুণ মোট ৮৪টি মামলা নিষ্পত্তি করেছেন তিনি।

দ্রুত সময়ে মামলা নিষ্পত্তির বিষয়টি অত্যন্ত আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন আইনজীবীরা।

বিচারপ্রার্থীরা মনে করেন, শুধু ভাষার মাসই নই, মুজিব বর্ষে আরও অধিক মামলা নিষ্পত্তিতে সক্ষম হবেন। আদালতে দীর্ঘদিনের মামলার জট কমাতে একজন দক্ষ বিচারক যেকোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম হন। বিচারকের কর্ম দক্ষতা, সততা ও দেশপ্রেম কম হলে মামলার জট বাড়বে এটাই স্বাভাবিক। তাইতো দেশের বিচার বিভাগকে এগিয়ে নিতে প্রয়োজন কাজের দক্ষতা ও স্বচ্ছতা। বিচার বিভাগের প্রতিটি দপ্তরে এমন দক্ষ বিচারকদের প্রয়োজন, যাদের কার্যক্রমে দেশের বিচার বিভাগ বদলে যেতে পারে।

বিচারক তাজুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘আমি সব সময় মামলা জট কমাতে কাজ করছি। তাছাড়া কম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করাও আমার অন্যতম লক্ষ্য।’

(ঢাকাটাইমস/০১মার্চ/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :